Saturday, April 29, 2023

পুর প্রশাসনে পালা বদল ঘিরে হালিশহরে কোথাও খুশি, কোথাও গম

বিল্টু কাশ্যপঃ বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে হালিশহর পুরসভার মসনদে বসলেন তরুণ ইমেজের শুভঙ্কর ঘোষ। আর শুভঙ্করের ছেড়ে যাওয়া উপ-পুরপ্রধান পদে আসীন হলেন বিদায়ী সিআইসি হিমানিশ ভট্টাচার্য। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে তেমন উন্মাদনা চোখেই পড়ল না। 

হালিশহর পুর প্রশাসনে পালাবদল ঘিরে কোথাও খুশি, আবার কোথাও গম চেহারা প্রস্ফুটিত হল। অবাকের বিষয়, হালিশহরের দুর্দিনের নেতা-কর্মীদের চোখে মুখে বিষন্নতার ছাপ স্পষ্ট ছিল। 

রাজনৈতিক কারবারিদের মতে, ঘাসফুলের পুরাতন নেতা-কর্মীদের পেছনে ফেলে নব্যদের আধিপত্য ক্রমশ প্রকট হয়ে উঠল হালিশহরে। বলা বাহুল্য, ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব আদি কর্মীদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান দেবার কথা বলে যতই চেঁচাক না কেন, বাস্তবে সেই নির্দেশ নিঃসন্দেহে অন্তঃসার শূন্য,  ফাঁপা। 

একদা হালিশহরের দাপুটে ঘাসফুলের সৈনিক ছিলেন প্রয়াত লক্ষ্মণ সাহানি। কিন্তু তাঁর পুত্র রাজু সাহানিকে একপ্রকার ছেটেই ফেলল শাসকদল। চিটফান্ড কাণ্ডে নাম জড়িয়ে পড়ার মোক্ষম সুযোগকে ঢাল করেই পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজুকে। 

শুধু তাই নয়, হালিশহরের অনেক আদি নেতা ভেবেছিলেন, রাজুর জায়গায় হয়তো শিকে ছিঁড়তে পারে। কিন্তু শক্তপোক্ত লবির কাছে ধরাশায়ী হয়ে পড়লেন ঘাসফুলের আদি নেতারা। 

হালিশহর তৃণমূলের সভাপতি প্রবীর সরকার থেকে শুরু করে মৃত্যুঞ্জয় দাস কিংবা প্রণব লৌহদের পালতোলা নৌকা সুনামির আগেই ডুবে গেল। দুধের স্বাদ ঘোলে মেটার মতোই প্রবীর সরকার, অশোক যাদব কিংবা মৃত্যুঞ্জয়দের ভাগ্যে সিআইসি পদ জোটে কিনা, সেদিকেই তাকিয়ে হালিশহরের আমজনতা। 

যদিও তরুণ তুর্কি শুভঙ্কর ঘোষ পুরপ্রধান হওয়ায় বেজায় খুশি হালিশহরের তরুণ সমাজ। তাদের দাবি, শুভঙ্করের হাত ধরে সাধক রামপ্রসাদের স্মৃতি বিজড়িত হালিশহর নতুন রূপ নেবে। সদ্য পুরপ্রধান হওয়া শুভঙ্করের সাফাই, মানুষের চাহিদা মেনেই হালিশহরের উন্নয়ন ঘটানো হবে। প্রাধান্য দেওয়া হবে হালিশহরের সৌন্দর্যায়নকেই।

No comments:

Post a Comment