Thursday, April 20, 2023

খেতে না পাওয়া তৃণমূল জনপ্রতিনিধিরা বিপুল টাকা, সম্পত্তির মালিক, উগরে দিচ্ছেন দুর্দিনে ঝান্ডা ধরা মানুষগুলো

নিজস্ব প্রতিনিধিঃ জেলায় জেলায় বহু তৃনমূল নেতার একাধিক বাড়ি, গাড়ি এখন আর গোপন থাকছে না। তার ওপর নারী সঙ্গে ডুবে রয়েছে এমন নেতাদের চোখ ঘোরালেই দেখছে জনতা।

 দলের উঁচুতলার পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই বিষয়টি কানাঘুষোয় আর থেমে নেই। বিশেষ করে আদি তৃণমূল কর্মীরা এখন মোক্ষম সময় পেয়েছে। উগরে দিচ্ছে পঞ্চায়েত-পুরসভায় কোন নেতার কত জমি, ফ্ল্যাট, হোটেল, বার, রিসোর্ট রয়েছে। ওই সব নেতার মহিলা সঙ্গ বিষয়টি এলাকার সকলেরই জানা। কর্মীরা শুধু উস্কে দিচ্ছেন।

 ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল জন্মেরও আগে রাজনীতিতে এসেছেন অর্জুন সিং। তাঁর বাবা সত্যনারায়ণ সিং কংগ্রেসের বিধায়ক ছিলেন। স্বভাবতই রাজনৈতিক পরিবারের ছেলে বর্তমান সাংসদ অর্জুন সিং। তাঁদের পারিবারিক ব্যবসাও রয়েছে। তিনি ছাড়া সে অর্থে বাম আমলে বিত্তশালী তেমন কোনো নেতা ব্যারাকপুর তৃনমূলে ছিল না। 

কিন্তু এই বারো বছরে ব্যারাকপুর কেন্দ্রে কোটিপতি নেতার সংখ্যা শতাধিক। 

এরকম অর্জুন গড়ে এক তৃণমূল নেতার উত্থানের কাহিনী রুপ কথার মতো। তাঁর অতীত ছিল সততার সঙ্গে দলের লোকেদের কাছ থেকে চেয়ে চিনতে খাওয়া। ভাঙা সাইকেল ও পোড়া বিড়িতে অভ্যস্ত ছিলেন। এগারোর পর থেকে ভাগ্য খুলে গেল। চেহারা ছবি বদলাতে লাগলো।

 সূত্র জানাচ্ছে, একসময়য়ের ভাড়া বাড়িটির মালিক এখন তিনি নিজে। বাড়ির বাইরের বদল না ঘটলেও ভেতরে কিঞ্চিৎ বদল ঘটিয়েছেন। টাইলস বসেছে। দুটি এসি মেশিনও রয়েছে। এখন তার দুটো চারচাকা। ছেলে পুরসভার কর্মী। ছেলের বউও পুরসভায়। ব্রান্ডেড জামা-প্যান্ট ছাড়া তিনি পরেন না। যদিও সবটাই ঠিকাদারেরা উপহার হিসেবে দেন। 

সূত্রের দেওয়া তথ্যে তাঁর নারী কাহিনী বাদ রাখলাম। কেননা অর্পিতাদের মতো হাইপ্রোফাইল কেউ নেই। সব পাড়া ঘরের মহিলা।

No comments:

Post a Comment