Thursday, April 13, 2023

রাজু নেই, হালিশহরে হিন্দিভাষী মুখ চাইছে তৃণমূল কর্মীরা

নিজস্ব প্রতিনিধিঃ মাথা উঁচু করে হালিশহরের  পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে রাজু সাহানি বুঝিয়ে দিলেন তিনি  একজন শৃঙ্খলাপরায়ন নেতা। এতে করেই হালিশহরের একাংশে তৃণমূলের সংকট তীব্র হলো। বিশেষ করে হিন্দিভাষী এলাকা জুড়ে বিষন্ন মানুষজন। মুষড়ে পড়েছে দলের বহু পুরনো মুখ। সঙ্গে সাধারণ কর্মীরাও।

  হালিশহর পুরসভার বড় একটা অংশে হিন্দিভাষী মানুষের বাস। জুটমিল আধ্যুষিত ১৩, ২০, ২১, ২২, ১১, ১৬ ও ২৩ নম্বর ওয়ার্ড। এই ৭ টি ওয়ার্ডে হিন্দিভাষী ভোটাররা সংখ্যাধিক্য। যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে জিততে সাহায্য করেছিল।

 সেই ভোট ব্যাংকে থাবা বসিয়ে একুশের বিধানসভায় তৃণমূল জিতেছিল। কিন্তু জয়ের নেপথ্যে অনেকটাই মুখ হিসেবে এলাকায় কাজ করেছিলেন রাজু সাহানি। তাঁর শূন্যতা যে তৈরি হল তা  গোপনে একবাক্যে স্বীকার করছেন বহু কাউন্সিলর। 

   নাম প্রকাশ করা যাবে না এই শর্তে এক প্রবীণ কাউন্সিলর বললেন, হাজিনগর থেকে কোনা মোড় ওই অঞ্চলে একটা নেতৃত্বের সংকট দেখা দেবে। সেই অর্থে ওখানে কোনো সি আই সি মুখও নেই। যদিও এই বিষয়ে দল যা ভালো বুঝবে তাই করবে বলে দায় এড়ালেন ওই কাউন্সিলর।

   হাজিনগর এলাকার জুটমিলের এক শ্রমিক নেতা ৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। রাজু সাহানিকে চেয়ারম্যান পদ থেকে সরানোয় তিনি ক্ষুব্ধ। পাশাপাশি  তাঁর বক্তব্য, এই অঞ্চল থেকে এবার কাউকে সি আই সি পদে আনা হোক। 
   তিনি রাখ ঢাক না করে বলেই দিলেন দু'বারের জেতা কাউন্সিলর ১৯ নম্বর ওয়ার্ডের অশোক যাদবকে সি আই সি করে দল অন্তত একটা বার্তা দিক। কেননা ২০২৪ এ লোকসভা নির্বাচন। এই অঞ্চল হালিশহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

No comments:

Post a Comment