নিজস্ব প্রতিনিধিঃ অধিকারিকদের সঙ্গে মতানৈক্যর জেরে সিআইসি বৈঠক বয়কট করলেন ভাটপাড়ায়। বুধবার ছিল ভাটপাড়া পুরসভার সিআইসি বৈঠক।
কিন্তু বৈঠক শুরু হতেই বিওসি রুম থেকে বেরিয়ে এলেন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, পূর্ত দপ্তরের সিআইসি অরুন ব্রহ্ম, জল দপ্তরের সিআইসি অমিত গুপ্তা, জঞ্জাল বিভাগের সমর পাঠক, স্বাস্থ্য বিভাগের নূরে জামাল ও বিদ্যুত দপ্তরের সিআইসি হিমাংশু সরকার।
যদিও বৈঠক বয়কট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিআইসি-রা। বয়কট প্রসঙ্গে উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, বোর্ডের সঙ্গে মতানৈক্য চলছিল। তাছাড়া পুরসভার অধিকারিকরা সিআইসি-দের কথা শুনেছন না।
No comments:
Post a Comment