Wednesday, March 15, 2023

সি আই সি'রা বৈঠক বয়কট করলেন ভাটপাড়া পুরসভায়

 
নিজস্ব প্রতিনিধিঃ অধিকারিকদের সঙ্গে মতানৈক্যর জেরে সিআইসি বৈঠক বয়কট করলেন ভাটপাড়ায়। বুধবার ছিল ভাটপাড়া পুরসভার সিআইসি বৈঠক। 

কিন্তু বৈঠক শুরু হতেই  বিওসি রুম থেকে বেরিয়ে এলেন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, পূর্ত দপ্তরের সিআইসি অরুন ব্রহ্ম, জল দপ্তরের সিআইসি অমিত গুপ্তা, জঞ্জাল বিভাগের সমর পাঠক, স্বাস্থ্য বিভাগের নূরে জামাল ও বিদ্যুত দপ্তরের সিআইসি হিমাংশু সরকার।

 যদিও বৈঠক বয়কট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিআইসি-রা। বয়কট প্রসঙ্গে উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, বোর্ডের সঙ্গে মতানৈক্য চলছিল। তাছাড়া পুরসভার অধিকারিকরা সিআইসি-দের কথা শুনেছন না।

No comments:

Post a Comment