Thursday, March 16, 2023

নৈহাটিতে ধৃত পুরপ্রধানের পুত্রের দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, অঙ্ক কি মিলছে!

বিল্টু কাশ্যপঃ খেলা জমে উঠেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের শহর নৈহাটিতে। বুধবার রাতে নৈহাটির নদীয়া মিল সংলগ্ন কৃষ্ণকুঞ্জ অনুষ্ঠান বাড়ির সামনে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে সূত্রে খবর। 

অভিযোগ উঠেছে, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের পুত্র অভিজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলবল বিজেপি নেত্রী সম্পা সরকারের স্বামী সৌমেন সরকার ওরফে নাচুর ওপর সশস্ত্র অবস্থায় হামলা চালিয়েছে। 

যদিও পাল্টা হামলার অভিযোগ অভিজিৎ শিবিরের। উভয়পক্ষই ঘটনার দিন রাতে একে অপরের বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে।  সঙ্গী সুরজিৎ দাসকে নিয়ে বৃহস্পতিবার সকালে অভিজিৎ চট্টোপাধ্যায় থানায় আত্মসমর্পন করেন। 

ঘটনা নিয়ে ধৃত নৈহাটির তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পুত্রের সূরে সূর মিলিয়ে পিতা পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ও দাবি করলেন, তাঁর পুত্র রাজনৈতিক চক্রান্তের শিকার। কিন্তু চক্রান্তের বিষয়ে খোলসা করে কিছুই বললেন না পিতা-পুত্র। অভিজিৎ যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তাদেরকেও গ্রেপ্তারের দাবি করলেন অশোক চট্টোপাধ্যায়। 

কিন্তু ঘটনার নেপথ্য অন্য কথা বলছে। সূত্র বলছে, নৈহাটিতে শাসকদলের চাপা কোন্দল চলছে। সংঘর্ষের ঘটনায় সুকৌশলে ঝোপ বুঝেই কোপ মেরেছে শাসকদলের একাংশ। কিন্তু ধৃতের পিতা অশোক চট্টোপাধ্যায় অবশ্য বলছেন, তাঁর পুত্র বিজেপি দলের চক্রান্তের শিকার। 

নির্ভরযোগ্য সূত্র বলছে, নৈহাটির তৃণমূল যুব সভাপতির দৌড়ে এগিয়ে ছিলেন পুরপ্রধানের পুত্র অভিজিৎ চট্টোপাধ্যায়। দৌড়ে আছেন বিষ্ণু অধিকারীও। তাহলে অভিজিৎকে আটকাতেই কি এই ফন্দি, তা নিয়েই নৈহাটি জুড়ে জোর চর্চা চলছে। 

প্রসঙ্গত, রাজ্যে শাসকদলের পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। তা সত্ত্বেও, গ্রেপ্তার  পুত্র অভিজিৎ চট্টোপাধ্যায়। আর অভিজিতের গ্রেপ্তারি নিয়ে বিমূর্ষ হয়ে পড়েছেন পুরপ্রধান অনুগামীরা। তাহলে কি নৈহাটিতে অন্য সমীকরণ চলছে ? পুত্রের যুব সভাপতির দৌড় নিয়ে অশোক চট্টোপাধ্যায়ের বক্তব্য, ওকে রাজনৈতিক স্বীকৃতি না দেওয়া হলে, এটা ওর দুর্ভাগ্য এবং আমারও দুর্ভাগ্য। 

সূত্র বলছে, কয়েকদিন আগে দোগাছিয়াতে একটি রক্তদান শিবিরে সাংসদ অর্জুন সিংয়ের পাশে বসে কথা বলতে দেখা গিয়েছিল অভিজিতকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। শুধু তাই নয়, দিন সাত-আটেক আগে পুরপ্রধানের বাড়ির কালী পুজোয়ও হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ। 

অর্জুন সিংয়ের সঙ্গে এত দহরমের কারনেই কি কারো চক্ষুশূল হলেন পিতা-পুত্র ! অভিজিত গ্রেপ্তারি হতেই নৈহাটি জুড়ে তা নিয়েই কানাঘুষো চলছে।

No comments:

Post a Comment