Tuesday, March 21, 2023

এবার ইডির নজরে নৈহাটীর শ্বেতা চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে নৈহাটীর শ্বেতা চক্রবর্তীর নাম। নৈহাটির ৭-ডি বিজয়নগর জেলেপাড়া এলাকার বাসিন্দা। বাবা অরুন চক্রবর্তী ওরফে বাবলু স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। 

 জানা গিয়েছে, শ্বেতা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। ২০১৬ সালে কামারহাটি পৌরসভায় চাকরি পায়। এছাড়াও মডেলিং করত সে। সেখানেই তার সাথে পরিচয় হয় ইডির হেফাজতে থাকা অয়ন শীলের। এমনকি অয়নের যত প্রোমোটিংয়ের ব্যবসা আছে তার সঙ্গে যুক্ত নৈহাটীর শ্বেতা চক্রবর্তী। 

তদন্তকারীরা জানতে পেরেছেন, অয়ন শীলের টাকায় একটি চার চাকা গাড়িও রয়েছে তার। এমনকি অয়নের ব্যাংক একাউন্ট থেকে  শ্বেতার একাউন্টে টাকা লেনদেনের হদিস মিলেছে হলে ইডি সূত্রে খবর।

 তবে নিয়োগ দুর্নীতি মামলায় হঠাৎ পাড়ার মেয়ের নাম জড়িয়ে যাওয়ায় হতবাক নৈহাটির জেলেপাড়ার বাসিন্দারা। তবে সম্প্রতি এলাকার মেয়ের জীবন যাপন নিয়ে প্রকাশ্যে মুখ খোলা শুরু করেছে স্থানীয় মানুষজন।

1 comment: