নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধানকে। বুধবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী নিয়োগ দুর্নীতি নিয়ে ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ ওরফে টিঙ্কুকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন।
বিচারক আগামী ১৬ ডিসেম্বর এই তৃণমূল শিক্ষক নেতাকে উপস্থিত হওয়ার দিনক্ষন জানিয়ে দিয়েছেন। এমনকি ওই দিন হাজির না হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে সেকথাও বিচারপতি গাঙ্গুলী ঘোষণা করেন।
সূত্রের খবর, উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ সিবিআই'র হাতে ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ।
এপ্রসঙ্গে বিজেপির ভাটপাড়া মন্ডল-২ সভাপতি প্ৰদ্যুৎ ঘোষ বলেন, একজন ব্যক্তি সরকারের থেকে দুভাবে বেতন নিতে পারেন না।
যদিও দেবজ্যোতি ঘোষের দাবী, পুরসভা থেকে তিনি সাম্মানিক ভাতা বাবদ ১৭ হাজার টাকা নেন। শিক্ষকতা বাবদ সরকারি টাকা নেন। আর ২০১০ সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কলের মাধ্যমে তাঁর চাকুরী হয়েছিল। মামলাকরি কোয়েনা দে-কে তিনি চেনেন না।
No comments:
Post a Comment