নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটিতে অবৈধ ভাবে বালি তোলার ঘটনায় ফের পুলিশের জালে মনোজ দাস। সূত্র মারফত জানা গিয়েছে, নৈহাটির কল্যানী এক্সপ্রেসওয়ের কাছ থেকে পুলিশ তাঁকে পাকড়াও করে।
বালি মনোজ নামেই এলাকায় তাঁর পরিচিতি। বার বার গরিফা গঙ্গার পাড় ছাইঘাটে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছে নৈহাটি। এই বালি কারবারে প্রথম থেকেই মনোজ দাস জড়িত।
যদিও এই বিষয়ে বারংবার ফোন করা হলে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
No comments:
Post a Comment