নিজস্ব প্রতিনিধিঃ এবার ইডি আতঙ্ক ব্যারাকপুরেও। শিল্পাঞ্চলের তিনটি বিধানসভায় যেকোনো মুহূর্তে হানা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে কলকাতা সহ ১৩ টি জায়গায় ইডির তল্লাশি।
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি সহ প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যানময় গাঙ্গুলী এবং এস এস সি'র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও জোরদার তল্লাশিতে ইডি। একই সঙ্গে বাগদার রঞ্জন ওরফে চন্দন মন্ডলের বাড়িতেও পৌঁছে যায় আর্থিক লেনদেন তদন্তকারী অফিসারেরা।
স্কুল শিক্ষক চাকরির নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে আসতেই তেড়েফুঁড়ে অভিযানে নেমেছে ইডি। আগেই সিবিআই এই মামলায় তদন্তে নেমেছে। রাজ্যে শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ জমা পড়েছে হাইকোর্টে।
এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে তৎকালীন তিন বিধায়কের সুপারিশপত্র আদালতে জমা পড়েছে। যা প্রকাশ্যে এসেছে। এই তিন জনের মধ্যে বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের তালিকাও রয়েছে৷ পাশাপাশি ইডির স্ক্যানারে ভাটপাড়ার এক শিক্ষক নেতা এবং নৈহাটির এক স্কুল ব্যাবসায়ীও রয়েছেন।
No comments:
Post a Comment