Monday, July 25, 2022

নির্বাচনী সভায় পার্থর বান্ধবি অর্পিতার বক্তৃতার ছবিতে তৃণমূল যোগ স্পষ্ট

নিজস্ব প্রতিনিধিঃ এবার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবি অর্পিতার তৃনমূলে যোগ আরো জোরদার হল। একুশের বিধানসভা নির্বাচনে  মঞ্চে অর্পিতা মুখোপাধ্যায়ের ভাষনরত ছবি পোস্ট করেছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ। সেই মঞ্চে রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেটি মধ্যমগ্রামে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের জনসভা ছিল। 

কার্যত অর্পিতা তৃনমূলের কেউ নয়, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের দাবি মিথ্যা প্রমানিত হল। রবিবার রাতে সজল ঘোষ তাঁর ফেসবুক একাউন্টে এই ছবি প্রথম প্রকাশ্যে এনেছেন। তারপরই সোরগোল পড়ে যায়। 

রাতেই একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বিজেপি কাউন্সিলর চ্যালেঞ্জ ছুড়ে বলেন একুশে জুলাইয়ের মঞ্চে অর্পিতার বসে থাকা ছবি দেখে অস্বীকার করেছেন। এবার নির্বাচনী সভার ছবি দেখে কি বলবেন কুনালবাবু? উনি যখন তৃণমূলের কেউ নয়, তাহলে মঞ্চে বক্তব্য রাখতে ওনাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল ?

 একেতো প্রায় বাইশ কোটি টাকা ও প্রচুর সোনা, বৈদেশিক মুদ্রা সমেত ইডির হাতে পাকড়াও হয়ে জেরবার পার্থ সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায়। তারওপর তৃণমূল যোগের ছবি একের পর এক বেরিয়ে আসায় অসস্তিতে তৃণমূলও।

No comments:

Post a Comment