নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুরে অর্জুন সিং দলে ফিরতেই বহু দুর্দিনের পুরনো তৃনমূল কর্মীরা এবার একুশে জুলাই স্মরনে কলকাতামুখী হয়েছেন৷ এরা ২০১৯ এ অর্জুনের সঙ্গে দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। লড়াই দিয়ে তাঁদের প্রিয় নেতাকে সংসদে পাঠিয়েছিলেন।
যদিও একুশে জুলাই দিনটি তাদের অনেকের কাছে অন্য এক অভিঞ্জতা। ১৯৯৩ সালে এই দিনটিতে আন্দোলন সংগঠিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের ব্যানারে। সেই সময় অর্জুন সিংও তাঁর সঙ্গী ছিলেন। পরবর্তীতে ১৯৯৮ সালে তৃনমূল দল গঠন থেকে ব্যারাকপুরে একমাত্র তৃণমূলের বিধায়ক ছিলেন অর্জুন।
এই শিল্পাঞ্চলে বামেদের বিরুদ্ধে লড়াকু মুখগুলোকে ব্যারাকপুরের সাংসদ এক বাক্যে চেনেন। শুধু চেনেন না তাদের পাশে আজও রয়েছেন। আর কর্মী দরদী বলেই অর্জুন প্রকৃত তৃনমূল কর্মীদের কাছের মানুষ। ব্যারাকপুরের এক নেতার ঔদ্ধত্যের কারনেই অর্জুন সিং দল ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে পুরনো কর্মীরা বরাবরই বলে এসেছেন। কার্যত এবারে একুশে জুলাই সাংসদ অনুগামীদের কাছে পুরনো অভিজ্ঞতা।
বীজপুর থেকে টিটাগড় এরকম বহু কর্মী যারা অর্জুনের হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা আজ ধর্মতলামুখী হলেন। দীর্ঘ তালিকায় না গিয়ে উল্লেখ করতে হয় হালিশহরের প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা, বিজেপির যুবমোর্চার নৈহাটির সুকুমার চৌধুরী (সূর্য) ও বিকাশ সিং এর নাম।
No comments:
Post a Comment