নিজস্ব প্রতিনিধিঃ হুকুমচাঁদ জুটমিলের দুই শ্রমিককে জেলে পাঠিয়েও আরো পাঁচ শ্রমিককে খুঁজছে পুলিশ। আর এতে করে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভের আগুন ক্রমশ ছড়াচ্ছে।
এখনো ১ ও ২ নম্বর দুটি ইউনিটে উৎপাদন বন্ধ। শ্রমিকরা কাজে যোগ দেয়নি। তাঁদের দাবি, অন্যায় ভাবে কর্তৃপক্ষ একের পর এক শ্রমিককে পুলিশের হাতে তুলে দিচ্ছে। যতক্ষণ এর একটা বিহিত না হচ্ছে ততক্ষণ কেউ কাজে যোগ দেবেনা।
প্রসঙ্গত গত ১৮ জুন মিলের মধ্যে উৎপাদন ম্যানেজারের সাথে বচসা থেকে হাতাহাতি হয় কয়েকজন শ্রমিকের। সেই ঘটনায় ২২ শে জুন সকালে মিলের মধ্য থেকে দুই শ্রমিক মনোজ সাউ ও লোকনাথ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।
এরপরেই শ্রমিকরা কাজ বন্ধ করে মিলের সামনে বিক্ষোভ দেখায়। তারপরও রাজেশ সিং, অমর পাল, অমর চৌধুরী সহ পাঁচ শ্রমিককে খুঁজছে পুলিশ। আর এত করে শ্রমিকদের মধ্যে ক্ষোভের মাত্রা আরো বেড়ে যায়।
এই ঘটনা নিয়ে মিলের কোনো শ্রমিক নেতার দেখা মেলেনি। শ্রমিকদের অভিযোগ, ইউনিয়ন ম্যানেজমেন্টের সাথে মিলেমিশে আছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। পুরনো কর্মীদের যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়া, হেনস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষ চায় পুরনো শ্রমিকরা বেরিয়ে গেলে ঠিকা শ্রমিক নিয়োগ আরো বাড়বে। সবকিছু জেনেও ইউনিয়ন মুখ বুঝে রয়েছে।
যদিও এই পরিস্থিতি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
No comments:
Post a Comment