নিজস্ব প্রতিনিধিঃ হালিশহরে হুকুমচাঁদ জুটমিলে শ্রমিক অসন্তোষ দিনকে দিন বেড়েই চলেছে। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিদারুন অত্যাচারের অভিযোগ তুলেছে শ্রমিকরা। কাজের ছুতোনাতা দেখিয়ে কখনো মারধর কখনো ভয়ভীতি দেখানোর কথাও তুলে ধরছেন মিল শ্রমিকরা।
শনিবার সকালে কাজে যোগ দেওয়া এক শ্রমিকের সাথে উৎপাদন ম্যানেজারের কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়ায় মিলের মধ্যে। শ্রমিকরা কাজ বন্ধ করে প্রতিবাদ জানাতে থাকে। শেষে মিল ম্যানেজার এস কে চন্দ্রা ছুটে আসেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাতাহাতিতে জড়িয়ে পড়া শ্রমিক মনোজ প্রসাদ জানান, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ শ্রমিকদের উপর জুলুমবাজি চালাচ্ছে। যখন তখন কাজ থেকে বসিয়ে দিচ্ছে। প্রতিবাদ করলে পুলিশ ও ম্যানেজমেন্টের পোষা গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছে। তাঁর দাবি, মিল কর্তৃপক্ষ পুরনো শ্রমিকদেরকেই হেনস্থা করছে। চাইছে যাতে তাঁরা কাজ থেকে বেরিয়ে যায়। এরকম বহু শ্রমিককে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এই মিলের শ্রমিক ইউনিয়নের ভূমিকা নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে। বহু শ্রমিক বলছেন, কার্যত মালিকের হয়ে তাবেদারিতে ব্যস্ত সবকটি ইউনিয়ন। শ্রমিকদের পাশে দাঁড়ানোর সময় তাদের নেই।
No comments:
Post a Comment