Saturday, June 11, 2022

হাওড়া যাওয়ার পথে গ্রেপ্তার সুকান্ত মজুমদার, বিক্ষোভে নামল বিজেপি কর্মীরা


নিজস্ব প্রতিনিধিঃ 'যাতে খুন হয়ে যাই চাইছেন মুখ্যমন্ত্রী'। হাওড়া যাওয়ার পথে পুলিশ গ্রেপ্তার করায় প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। গত দুদিনের পর আজও উত্তপ্ত পরিস্থিতি  রয়েছে হাওড়ার পাঁচলায়। 

এদিন সকাল থেকে সুকান্ত মজুমদারকে বাড়িতে  আটকে রাখে পুলিশ। অভিযোগ তাঁকে কোনো কাগজ না দেখিয়ে বাড়ির সামনে গার্ডরেল দিয়ে ঘিরে রাখে পুলিশ। 

এরপর বেলায় বিজেপি কর্মীরা জড়ো হতে শুরু করে। একসময়য় বিজেপি কর্মীরা গার্ডরেল সরিয়ে দিয়ে ঢুকে পড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। সুকান্ত মজুমদারের সঙ্গেও ধাক্কাধাক্কি হয়। বিজেপি সভাপতিকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

 শেষে দুপুরের পর এক প্রকার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর সাহায্যে বাড়ি থেকে বের হন বিজেপি সভাপতি। দ্বিতীয় হুগলি সেতু ধরে হাওড়ার দিকে যেতেই সেঁতুর টোলপ্লাজার কাছে পুলিশ সুকান্ত মজুমদারকে আটকায়। সেখান থেকে গ্রেপ্তার করে তাঁকে লালবাজারে নিয়ে যায়। 

বিজেপি সভাপতির গ্রেপ্তার হতেই রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ, অবরোধে নেমে পড়ে। কলকাতায় লালবাজারের সামনে বিজেপি কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

No comments:

Post a Comment