Sunday, June 5, 2022

নৈহাটি পুরসভায় অর্জুন সিংকে বরণ, বয়কট ভেঙে খবরে স্মরন

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে নৈহাটি পুরসভার তরফে অর্জুন সিংকে সম্বর্ধনা দেওয়া হল। শনিবার নিঃশব্দে পুরসভার কাউন্সিলরদের উপস্থিতিতে  সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সাংসদ অর্জুন সিংকে পুষ্পস্তবক দিয়ে বরন করে নিলেন পুরপ্রধান অশোক চ্যাটার্জী। ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। 

যদিও এই দিনটি দেখার জন্য তৃনমূলের কোনো কর্মী বা নৈহাটির সাধারণ মানুষ অপেক্ষায় ছিল না। কেননা ২০১৯ এর লোকসভায় টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে বিজেপির প্রার্থী হয়ে রীতিমতো চ্যালেঞ্জের সঙ্গে জিতেছিলেন অর্জুন। 

তারপর থেকেই ব্যারাকপুরে তৃণমূলের কাছে চিরশত্রু হয়ে দাঁড়ায় বিজেপি সাংসদ। বিশেষ করে নৈহাটির তৎকালীন তৃণমূল সভাপতিতো হাবে ভাবে নিজেকে চরম অর্জুন বিরোধী হিসেবে প্রমাণ দিতেন। 'যুগান্তর' তার সাক্ষী। 

২০২০-র প্রথম দিকে পৌর এলাকার একটি খবরে বাইট নিতে যুগান্তেরর প্রতিনিধি তৎকালীন পুরপ্রশাসকের ঘরে যায়। সেখানে আরও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাজির ছিল। পুরপ্রশাসক অশোক চ্যাটার্জী সরাসরি যুগান্তরকে অর্জুনের চ্যানেল বলে দাগিয়ে দিয়ে বাইট দিতে অস্বীকার করে। তৎক্ষনাত প্রতিনিধি পুরপ্রশাকের ঘর থেকে বেরিয়ে যায়। 

হ্যাঁ সেদিন থেকে আজ অব্দি 'যুগান্তর' অশোক চ্যাটার্জীর কোনও খবর করেনি।  প্রশাসনে বসে থাকা একজন জনপ্রতিনিধিকে সংবাদ মাধ্যমের প্রশ্ন করা যদি অন্যায় হয় তাহলে সাংবাদিককে দাগিয়ে দেওয়া অন্যায় নয়?

ইতিহাস ফিরে আসে। পুরপ্রশাসনে থেকে সেই অর্জুন সিংকে বরণ করে নিতেই হল। এখানেই 'খবর যুগান্তর' সফল। নীতিভ্রষ্ট হয়নি। 

No comments:

Post a Comment