Saturday, May 14, 2022

টেলিকম এডভাইসারী কমিটিতে চার প্রতিনিধির মনোনয়ন ব্যারাকপুর কেন্দ্রে


নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর সংসদীয় কেন্দ্র থেকে টেলিকম এডভাইসারী কমিটিতে চার প্রতিনিধির নাম ঘোষণা করল কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক। এনারা হলেন নৈহাটির বাসিন্দা সুকুমার চৌধুরী ও বিকাশ সিং, গারুলিয়ার কুন্দন সিং এবং  ব্যারাকপুর তালপুকুর রোডের বাসিন্দা রনজয় দত্ত। তাঁদের প্রত্যেকের কাছে এডভাইসারি কমিটির সদস্য হওয়ার চিঠি এসে পৌঁছেছে। 
এই মুহূর্তে দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে। এই সংস্থার পুনরুজ্জীবন চাইছেন সকলেই। 

এই এডভাইসারী কমিটির নতুন এক সদস্য সুকুমার চৌধুরী জানালেন, বি এস এন এল সম্পর্কে বহু মানুষের একটা আবেগ রয়েছে। মোবাইল, ইন্টারনেট আসার পর থেকে বেসরকারি সংস্থার দাপট ছড়িয়ে পড়ে। বহু ক্ষেত্রে সরকারি পরিষেবার দিকে মানুষ আঙ্গুল তোলেন। যদিও তিনি বলেন, সদ্য কমিটিতে এসেছি। পরিষেবা নিয়ে মানুষের সুবিধা অসুবিধার কথা তুলে ধরার চেষ্টা করব। 

টি এ সি'র আর এক সদস্য বিকাশ সিং এই কাজের জন্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ধন্যবাদ জানিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানালেন।

No comments:

Post a Comment