নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবসে মানষিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে৷ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নৈহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিনগর কলোনি এলাকায়৷ অভিযুক্ত ব্যক্তির নাম অশোক শর্মা(৫২)৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে মদ্যপ অবস্থায় বাডি ফাঁকা পেয়ে মানষিক ভারসাম্যহীন প্রতিবেশী ওই কিশোরীকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷ কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ৷ অভিযুক্তকে পাকড়াও করে থানায় নিয়ে যায়৷
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ আরও জানা গিয়েছে, অভিযুক্তের দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তিনি নৈহাটি পুরসভার একটি অনুষ্ঠান বাড়িতে অস্থায়ী সাফাইয়ের কাজ করেন৷
No comments:
Post a Comment