নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দুই অধিকারীক দিল্লিতে সংসদের প্রিভিলেজ কমিটির ডাকে বুধবার দুপুরে হাজির হয়েছিলেন। একজন পুলিশ কমিশনার মনোজ বর্মা অপরজন সহকারী পুলিশ কমিশনার (অপরাধ দমন) অজয় ঠাকুর।
এই দুজনের বিরুদ্ধে সংসদে প্রিভিলেজ কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সাংসদের অভিযোগ ছিল তাঁকে হত্যার জন্য দু'জন সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল। উত্তর প্রদেশ থেকে আসা দুই সুপারি কিলার একজনের নাম মুকিন কালা ও অন্যজন মুরাদ অর্জুন সিংয়ের লোকেদের হাতে ধরা পড়ে যায়। তাঁরা দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছিল।
কিন্তু পরবর্তীতে পুলিশ ওই দুজনকে ছেড়ে দেয়। এই নিয়ে অর্জুন সিং আদালতের দ্বারস্থ হন। কিন্তু নিম্ন আদালত মামলা খারিজ করে দেয়। এরপর তিনি হাইকোর্টে মামলা করেন। তারপরেই অর্জুন সিং সংসদের প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি নিয়ে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ আনেন। এই দুই পুলিশ অফিসার সুপারি কিলারদের ছেড়ে দিয়েছিলেন।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন কার্যত চুপিসারে মনোজ বর্মা ও অজয় ঠাকুর দিল্লি গিয়েছেন। এমনকি ব্যারাকপুরে তাঁদের অধনস্ত কেউ জানতেন না তাঁরা কোথায় গিয়েছেন। প্রিভিলেজ কমিটির সদস্যরা তাঁদেরকে দীর্ঘ সময় জেরা করেন। একটা সময় জেরায় জেরবার হয়ে ব্যারাকপুর পুলিশের দুই দাপুটে কর্তা আমতা আমতা করতে থাকেন। একপ্রকার চুপচাপ হয়ে তাঁরা ফিরে যান।
বৃহস্পতিবার অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে প্রিভিলেজ কমিটি।
No comments:
Post a Comment