Thursday, March 10, 2022

গেরুয়া ঝড়ে মমতা নয়, বিরোধী মুখ কেজরিওয়াল


নিজস্ব প্রতিনিধিঃ চার রাজ্যে গেরুয়া ঝড়। তারই মধ্যে দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ছাপ রাখলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর তৈরি আম আদমি পার্টি পাঞ্জাবে বিপুল জয় পেয়ে ক্ষমতা দখল করল। দিল্লির পর পাঞ্জাবে আপ-এর এই সাফল্য এক অন্য ধারার রাজনীতির শিকড় ক্রমশ ছড়াচ্ছে বলে অভিঞ্জ মহল মনে করছেন।

 মাত্র কয়েক বছরের দল আপ। আঞ্চলিক দল হিসেবে এযাবৎ আর কোনো রাজনৈতিক দল নিজের রাজ্য ছেড়ে বাইরে পা রাখতে সক্ষম হয়নি। সেদিক থেকে অরবিন্দ কেজরিওয়াল সফল। গোয়া রাজ্যেও খাতা খুললেন। অপর দিকে সম্পূর্ণ ব্যর্থ এ রাজ্যের তৃনমূল কংগ্রেস। গোয়াকে পাখির চোখ করেও খালি হাতে ফিরতে হল। 

না কংগ্রেস, না গেরুয়া একটু অন্য ধারার রাজনীতিতে ছাপ রাখছে আম আদমি পার্টি। যার নেতা অরবিন্দ কেজরিওয়ালের গলায় একই সঙ্গে ভারত মাতার জয় ও ইনকিলাব উচ্চারণ এক অন্য মাত্রা জোগাচ্ছে। তাই জয়ের পর পাঞ্জাবের মাটিতে দাঁড়িয়ে তিনি বললেন, ৭৫ বছর ধরে দেশটাকে যারা লুঠ করেছে তাদের বদলে দেবে আম আদমি।

No comments:

Post a Comment