নিজস্ব প্রতিনিধিঃ সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সন্মেলনে অপমানিত সংবাদ মাধ্যম। নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে ২৫ তম জেলা সম্নেলন সোমবার থেকে শুরু হয়েছে।
অভ্যর্থনা কমিটির স্বাগত ভাষণ শেষে সিপিএমের বর্ষীয়ান নেতা নেপালদেব ভট্টাচার্য মঞ্চ থেকে প্রথমে এক সংবাদ কর্মীকে ছবি তোলা নিয়ে আপত্তি করেন। তারপর বলেন, 'এটা কম্যুনিষ্ট পার্টির সন্মেলন। আপনাকে এখানে ঢোকার কে অনুমতি দিয়েছে'।
এরপরই তিনি সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কড়া ভাষায় বাইরে বেরিয়ে যেতে বলেন। সেই সঙ্গে নেপালদেব ভট্টাচার্য সন্মেলনে হাজির পার্টির প্রতিনিধিদের দিকে ইঙ্গিত করে আরো বলেন, 'আপনাদের পাশে সংবাদ মাধ্যমের আর কোনো প্রতিনিধি বসে নেইতো'!
এরপরই কার্যত হতচকিত হয়ে পাঁচ সংবাদ মাধ্যমের প্রতিনিধি সন্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
এখানেই প্রশ্ন পার্টির মধ্যে ঔদ্বত্য এখনো বহাল। সঙ্গে সমন্বয়ের বিস্তর অভাব। বিনা আমন্ত্রণে ওখানে কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি ঘাষ ছিঁড়তে উপস্থিত হয়নি। নৈহাটির বিধানসভার পরাজিত সিপিএম প্রার্থী ইন্দ্রানি কুন্ডু মিডিয়া গ্রুপে আমন্ত্রণ পত্র পাঠিয়ে লিখে দেওয়া হয়েছিল সকাল ১১ টায় সন্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সকলকে আসার জন্য।
স্বঘোষিত শৃঙ্খলাপরায়ন পার্টির ওরকম একটি অনুষ্ঠানে নেপালদেব ভট্টাচার্যকে পাল্টা চ্যালেঞ্জ সংবাদ কর্মীরা করতেই পারতেন। কিন্তু তা করার মানসিকতা কারোর নেই। কি হবে গুরুত্ব দিয়ে।
No comments:
Post a Comment