Sunday, March 6, 2022

তৃনমূল কাউন্সিলরের বাড়ি ও গাড়িতে বোমাবাজি হালিশহরে


নিজস্ব প্রতিনিধিঃ নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমবাজি চালালো দুষ্কৃতিরা৷ ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে হালিশহর পুরসভার কোনা কলোনি এলাকার এইচ,কে ভট্টর রোডে৷ 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে এগারোটা নাগাদ হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক যাদবের বাড়ি লক্ষ্য করে পর পর দুটি বোমা মারে দুষ্কৃতিরা৷ একটি বোমা বাড়ি লক্ষ্য করে এবং অপরটি বাড়ির সামনে রাখা তাঁরই চার চাকা গাড়ির ওপর পড়ে। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাউন্সিলরের গাড়িটি।

বোমাবাজির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ রাতে বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের৷ রাতেই গরিফা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর অশোক যাদব৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ৷

No comments:

Post a Comment