Saturday, March 5, 2022

রাজুতেই আস্থা হালিসহর‌? উপ পুরপ্রধান পদে মৃত্যুঞ্জয় ও প্রবীর দুই নামে জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ হালিসহর পুরসভার চেয়ারম্যান নিয়ে দ্বিতীয় কোনো নাম উঠে আসছে না। পুরপ্রশাসক হিসেবে দায়িত্ব সামলানো রাজু সাহানিই চেয়ারম্যান হচ্ছেন এমনটাই সূত্র মারফত খবর। এবারও রাজু সাহানি তাঁর ২০ নম্বর ওয়ার্ড থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই নিয়ে পর পর দু'বার তাঁর ওয়ার্ডের মানুষকে ভোটে অংশগ্রহণ করতে হলোনা। 

স্হানীয় স্তরে রাজু সাহানির গ্রহণ যোগ্যতা অন্যান্য কাউন্সিলরদের থেকে কয়েকগুণ এগিয়ে। শিক্ষিত, রুচিশীল, মিষ্টিভাষী। মানুষের কথা মন দিয়ে শোনেন। পুরসভায় গিয়ে সরাসরি মানুষ তাঁর সঙ্গে কথা বলতে পারেন। 

বিগত পৌর বোর্ডে পুরপ্রধান অংশুমান রায় হালিসহর জুড়ে সুয়ারেজ প্রকল্পের কাজ শুরু করেন। মাঝপথে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। ওই সময় হালিসহরের বিস্তীর্ণ অংশে রাস্তাঘাট, নিকাশি শোচনীয় অবস্থায় পৌঁছয়। হাল ধরেন রাজু সাহানি। দ্রুত সুয়ারেজ-এর কাজ সম্পন্ন করতে তিনি নজরদারিতে নামেন। এলাকায় এলাকায় পৌছে রাস্তা-নিকাশির সমস্যা সরেজমিনে ঘুরে দেখেন। ধাপে ধাপে অলি-গলির প্রত্যেকটা রাস্তা উপযোগী করে তোলেন। 

পুর নাগরিকদের থেকে পাওয়া তথ্য, পুরপ্রশাসক রাজু সাহানি পুরসভার সমস্যা সমাধানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। সেখানে পুরসভার ইঞ্জিনিয়ার,স্বাস্থ্য বিভাগ ও জলকল থেকে আলোর অধিকারীকদের গ্রুপে যুক্ত করেন। সাধারণ মানুষ সেই হোয়াটসঅ্যাপ নম্বরে এলাকার পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা জানাতেন।

২৩ ওয়ার্ডের হালিসহর পুরসভায় এবারে নতুন ১৬ জন কাউন্সিলর। অনভিজ্ঞ প্রত্যেকেই। একমাত্র সিপিএম থেকে আসা ১৭ নম্বর ওয়ার্ডের শম্ভুনাথ ঘোষ (বাপি) অভিঞ্জ। বাম জমানার শেষ বোর্ডে পুর পারিষদের দায়িত্ব সামলেছেন। কাজেই বোর্ড গঠনে পুর পারিষদ হিসেবে জিয়াউল হক, প্রনব লৌহ, মৃত্যুঞ্জয় দাস, শম্ভুনাথ ঘোষ প্রাধান্য পাবে। 

এই প্রথম জন্মলগ্ন থেকে দলের সৈনিক হালিসহর তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার ভোটে দাঁড়িয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দল উপ পৌরপ্রধানের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিলে কেউই অবাক হবেন না।

2 comments:

  1. Raju sahani best no one can beat him , aducation no1 he is best all round success for deployment hard wark

    ReplyDelete
  2. Raju Sahani Bhaiya jaisa koi chairman nahi hai. Super se bhi upar. Good luck bhaiya.

    ReplyDelete