Friday, March 4, 2022

মুকুল পুত্র চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে থাকলেও বিধায়কের ভাই পিছিয়ে নেই কাঁচরাপাড়ায়


নিজস্ব প্রতিনিধিঃ চেয়ারম্যান একজন দাবিদার অনেক৷ কাঁচরাপাড়া পুরসভার পরবর্তী চেয়ারম্যান নিয়ে শুরু হয়েছে চর্চা৷ পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান সর্বত্র আলোচনা চলছে ৷ যদিও চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেক নামই ভেসে বেড়াচ্ছে কাঁচরাপাড়ার আকাশে-বাতাসে৷ তবে সব থেকে যে দুটি নাম নিয়ে বেশি জল্পনা তা হল মুকুল পুত্র শুভ্রাংশু রায় ও বীজপুরের বিধায়কের ভাই কমল অধিকারি৷‌ 

শুভ্রাংশু রায় তাঁর নিজের ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ২৪নং ওয়ার্ড থেকে কমল অধিকারি জিতেছেন। সূত্র বলছে, শাসকদলের এই দুই প্রার্থীর মধ্য শুরু হয়েছে প্রতিযোগিতা৷ তবে এই দুজন বাদে আরও কয়েকটি নামও আলোচনায় রসদ জোগাচ্ছে। এরা হলেন সোনালী সিংহ রায়, আলোকময় লাহিড়ী, দিলীপ ঘোষ। 

কাঁচরাপাড়া পুরসভার ২৪ টি ওয়ার্ড বিরোধী শূন্য। সবুজ সুপার সাইকলোনে ধরাশায়ী বিরোধীরা৷ সূত্রের খবর, বুধবার গননা কেন্দ্র থেকে ফিরে একপ্রস্থ বৈঠকে বসেছিলেন বীজপুরের তৃণমূল নেতৃত্ব৷ উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া ও হালিশহরের নবনির্বাচিত কাউন্সিলরা৷ দুটি পুরসভায় কার মাথায় উঠবে চেয়ারম্যানের মুকুট, গননা কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়কের ভাই তথা তৃণমূল নেতা কমল অধিকারি জানিয়েছিলেন, দল ঠিক করবে চেয়ারম্যান৷ 

কিন্তু সূত্রের দাবি, কাঁচরাপাড়ায় কাজ এবং অভিজ্ঞতার নিরিখে এগিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু৷ তিনি দু'বারের কাউন্সিলারের পাশাপাশি বীজপুরের বিধায়ক পদে দুটি মেয়াদ পূর্ণ করেছেন। যদিও একুশের বিধানসভা নির্বাচনে সুবোধ অধিকারির কাছে পরাজিত হয়েছেন৷ তাঁর সময়কালে রাস্তাঘাট থেকে নিকাশি-নালা, আলোর ব্যবস্থা সর্বত্র প্রসংসা কুড়িয়েছিল৷ 

অপরদিকে তুলনায় নবাগত কমল অধিকারি৷ তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সৈনিক৷ ২০১৯-এ লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে একের এক নেতা-কর্মী দল ছেড়ে বিজেপিতে গিয়ে ভিড়েছিলেন৷ সেই সময় তৃণমূলের হয়ে লড়াইয়ের ময়দানে ছিলেন কমল অধিকারি৷ অন্যদিকে বিধায়কের ভাই হওয়ার সুবাদে তাঁর হয়ে দলের কাছে দরবার করতে পারেন দাদার ঘনিষ্ঠরা৷ মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চেয়ারম্যানের মুকুট কার মাথায় ওঠে সেই দিকেই তাকিয়ে কাঁচড়াপাড়ার মানুষজন।

No comments:

Post a Comment