নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ গঙ্গাঘাট থেকে উদ্ধার হল নিখোঁজ লটারি ব্যবসায়ীর মৃতদেহ৷ মৃত ব্যক্তি সুশীল কুমার মন্ডল(৬৫)। বাড়ি বীজপুর থানার কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়তের কাঁপা মাঝের পাড়ায়৷ কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপ ক্যারেজ গেটের কাছে তাঁর লটারির দোকান রয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৭ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন৷ চারদিকে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না মেলায় ৮ মার্চ বীজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন৷ রবিবার দুপুরে খড়দা থানার পানিহাটি রতন বাবু গঙ্গার ঘাট থেকে নিখোঁজ লটারি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়৷
খড়দা থানার পুলিশ মৃতদেহটি শনাক্ত করতে ডেকে পাঠায়৷ পরিবারের লোকজন গিয়ে দেখেন মৃতদেহটি সুশীলবাবুর৷ মৃতের ভাইপো আশীষ মন্ডল জানান, শ্যামনগরে লটারির টিকিট আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ লটারি টিকিট কিনে একটা কাজ মিটিয়ে কাকার বাড়ি ফেরার কথা ছিল৷ কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় ফোন করলে কাকার ফোন বন্ধ দেখায়।
আশীষের অভিযোগ, কাকার মৃতদেহটি শনাক্ত করতে গিয়ে দেখা যায় ওনার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে ৷ কেউ হয়ত কাকাকে অন্য জায়গায় খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে৷ পরিবারের অভিযোগ, টাকা পয়সার সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে খুন করা হয়েছে৷ এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷
No comments:
Post a Comment