Monday, March 14, 2022

পানিহাটির তৃনমূল কাউন্সিলর খুনে রাতেই শ্যুটার পুলিশের হাতে

নিজস্ব প্রতিনিধিঃ পানিহাটির তৃনমূল কাউন্সিলর খুনের ঘটনায় শুটার শম্ভু পন্ডিত ওরফে অমিতকে রাতেই স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয়।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরপাড়ায় খুনের ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি হোগলার জঙ্গলে খুনী লুকিয়েছিল। রাতে এক ব্যক্তি দেখতে পেয়ে বাসিন্দাদের খবর দেয়। স্থানীয়রা জড়ো হয়ে হোগলার বনে আগুন দিতেই খুনী বেরিয়ে আসে। এরপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। থানায় সুপারি কিলারকে নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর ফের পুলিশ রাতেই ওই জঙ্গলে গিয়ে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। খুনির সঙ্গে আর কেউ ছিল কি না পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। 

শুটার শম্ভু পন্ডিতের বাড়ি নদীয়ার হরিনঘাটা এলাকায়। পুলিশ সূত্রে দাবি, সকালে কাউন্সিলরের বাড়ির পিছন দিকের গলি থেকে একটি মোবাইল ফোন মিলেছে। যদিও তাতে সিম কার্ড ছিল না। সঙ্গে একজোড়া কালো জুতো পাওয়া গিয়েছে। পুলিশ কল রেকর্ড খতিয়ে দেখছে।

পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুবারের তৃনমূল কাউন্সিলর ছিলেন অনুপম দত্ত(ধলা)। রবিবার রাতে বাড়ির কাছেই আগরপাড়া নর্থ ষ্টেশন রোড এলাকায় ওষুধের দোকান থেকে বেরিয়ে স্কুটির পিছনে বসা মাত্রই পিছন দিক থেকে এক ব্যক্তি হেঁটে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালায়। সঙ্গে সঙ্গে কাউন্সিলর মাটিতে লুটিয়ে পড়েন। সি সি ক্যামেরায় ঘটনার সেই দৃশ্য ধরা পড়েছে। 

এই ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে আগরপাড়া এলাকা। সোমবার বেলায় বিটি রোডের তেঁতুলতলা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। দোষীদের শাস্তির দাবিতে তারা সরব হয়। মাধ্যমিক পরীক্ষার জন্য অবরোধ তুলে নিলেও ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাখে অবরোধকারীরা। এরপর দুপুরে সি আই ডি-র একটি টিম খুনের ঘটনাস্থলে আসে।

No comments:

Post a Comment