নিজস্ব প্রতিনিধিঃ আগরপাড়ায় তৃনমূল কাউন্সিলর গুলিতে নিহত। মৃত কাউন্সিলর অনুপম দত্ত পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী তৃণমূলের কাউন্সিলর।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরেন। কিছু সময় পর বাড়ির কাছেই আগরপাড়া নর্থ ষ্টেশন রোড এলাকায় একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে আসেন। ওষুধ নিয়ে রাস্তায় নামতেই ভিড়ের মধ্যে থেকে এক দুষ্কৃতী এসে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালায়। আর একটি গুলি বাঁদিকের কাঁধে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কাউন্সিলর।
প্রথমে পানিহাটি ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। ঘটনাস্থলে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ কমিশনারেটের অধিকারীকেরা।
No comments:
Post a Comment