Monday, March 28, 2022

বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার গুরুতর চোট, হাসপাতালে ভর্তি না রাখা নিয়ে পুলিশি চাপের অভিযোগ শুভেন্দুর


নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভায় মারামারি। লাথি, ঘুষি, চুলের মুঠি ধরে টান থেকে ফেলে পেটানোর ঘটনা ঘটলো। কারা এরা? না বিধায়ক। এক একটি বিধানসভার অভিভাবক। বাদ পড়লেন না বিজেপির মহিলা বিধায়করাও। তাঁরাও আহত হলেন। 

আর এই ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গার কলার ধরে টেনে মাটি থেকে তুলছেন এক তৃনমূল বিধায়ক। এই ঘটনা ঘিরে শাসক-বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে দিনভর উত্তপ্ত রইল রাজ্য রাজনীতি।

কিন্তু সন্ধ্যায় বিতর্ক আরো তীব্র হলো বিধায়ক মনোজ টিগ্গার গুরুতর চোট থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া নিয়ে। আহত ১০ জন বিজেপি বিধায়ককে বেসরকারি এ্যপেলো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

সন্ধ্যেয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদেরকে দেখতে যান। সেখানে তাঁরা জানতে পারেন, মনোজ টিগ্গার পাঁজরের হাড়ে চিড় রয়েছে। তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিয়ে দিয়েছে। 

এই নিয়ে শুভেন্দু অধিকারীকে হাসপাতালেই সরব হতে দেখা যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছেন। যাতে এখানে বিজেপির কোনো বিধায়ককে ভর্তি রাখা না হয়। এটাই বাংলার বাস্তব অবস্থা। সবকিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে।













No comments:

Post a Comment