নিজস্ব প্রতিনিধিঃ আবারো বোমাবাজি ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডের ফুলুরি মোড়ে সোমবার রাতে ফের বোমাবাজি।
অভিযোগ, মনোজ জয়সওয়ালের বাড়ির ঠিক গেটের সামনে পরপর দুটো বোমা মারে দুষ্কৃতীরা। বোমার শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এর আগে ফুলুরি মোড়ে লাগাতার বোমাবাজির ঘটনায় সেখানে পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল।
পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও, ফুলুরি মোড়ে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। তবে কি কারনে বাড়ির গেটের সামনে বোমা মারা হল, তা নিয়ে অন্ধকারে জয়সওয়াল পরিবার। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
No comments:
Post a Comment