Wednesday, March 30, 2022

হালিশহরে উপ পুরপ্রধানের বাড়ির সামনে বোমা পড়ল


নিজস্ব প্রতিনিধিঃ বোমা, বন্দুকের দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাতে নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে থাকাটা এখন দুষ্কর হয়ে উঠেছে। গোটা শিল্পাঞ্চল জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য চরমে। বোমাবাজি-গুলির ঘটনা আকছাড় ঘটছে। 

বুধবার ভোরে হালিশহর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বানীমন্দির এলাকায় উপ-পুরপ্রধান শুভঙ্কর ঘোষ ওরফে সোনাইয়ের বাড়ির সামনে বোমা মারে দুষ্কৃতীরা। উপ-পুরপ্রধানের বাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও, বোমার স্প্রিন্টারে পাশের বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। সকালে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী এবং হালিসহর তৃনমূল কংগ্রেসের সভাপতি কাউন্সিলর প্রবীর সরকার।

 এই ঘটনা নিয়ে উপ-পুরপ্রধান শুভঙ্কর ঘোষের দাবি, একটা সময় তোলাবাজদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এখানকার ব্যবসায়ীরা। এখন তোলাবাজি বন্ধ করে দেওয়া হয়েছে। এতেই ক্ষেপে গিয়ে দুষ্কৃতীরা চমকাতে বোমাবাজি করেছে। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে।

No comments:

Post a Comment