নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর হামলার ঘটনা নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার, মনোজ টিগ্গা সহ বিধায়করা।
বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার বিধানসভার পরিষদীয় নেতা মনোজ টিগ্গা সহ আহত কয়েকজন বিধায়ককে নিয়ে অমিত শাহের কাছে যান। গত ২৭ শে মার্চ বিধানসভার মধ্যেকার ঘটনার কথা স্বরাষ্ট্র মন্ত্রীকে খুলে বলেন মনোজ টিগ্গা।
বিস্তারিত শুনে অমিত শাহ তাদেরক লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন বলে জানান বিজেপি পরিষদীয় নেতা মনোজ টিগ্গা। এদিন সুকান্ত মজুমদার রামপুরহাটের বগটুই গণহত্যার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের কপি অমিত শাহের হাতে তুলে দিলেন।
গতকালই বিজেপির পাঁচ সাংসদ গণহত্যার ঘটনাস্থল ঘুরে তৈরি রিপোর্ট দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে পৌঁছে দিয়েছিলেন। তার একটি কপি অমিত শাহকে দিলেন সুকান্ত মজুমদার।
No comments:
Post a Comment