Monday, March 28, 2022

বিধানসভার মধ্যে বিধায়করা আক্রান্ত হতেই দিল্লিতে প্রতিবাদে বিজেপি সাংসদরা

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভার মধ্যে বিজেপির বিধায়করা আক্রান্ত এই অভিযোগে দিল্লিতে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদে সামিল হলেন বাংলার বিজেপি সাংসদরা। 

তাঁদের অভিযোগ,রাজ্য জুড়ে একের পর এক খুন হচ্ছে। ধর্ষনের মত ঘটনা ঘটছে। জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে সাধারণ গ্রামবাসীদের। রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি। তার প্রতিবাদ বিজেপি বিধায়করা বিধানসভায় করতেই তৃণমূলের বিধায়করা আক্রমণ চালায়। এই ঘটনার তীব্র ধিক্কার জানাতেই সাংসদরা গান্ধী মূর্তির সামনে জড়ো হন। ছিলেন লকেট চ্যাটার্জি, অর্জুন সিং, 
সৌমিত্র খাঁ, দেবশ্রী চৌধুরীরা।

No comments:

Post a Comment