নিজস্ব প্রতিনিধিঃ রামপুরহাটের বগটুই গ্রামে আজও সকাল থেকে সিবিআই-এর প্রতিনিধিরা তল্লাশি চালান। সি এফ এস এল এর প্রতিনিধিরা থ্রি ডি স্ক্যানার দিয়ে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। সোনা শেখের বাড়ি থেকে একটি হাসুয়া ও শাবল তারা উদ্ধার করেছে। সম্ভবত মনে করা হচ্ছে ওই হাসুয়া ও শাবল খুনের সময় ব্যবহার করেছিল দুষ্কৃতীরা।
এই বাড়ি থেকেই দমকল আগুনে পুড়ে যাওয়া সাতটি মৃতদেহ উদ্ধার করে। সিটের প্রাথমিক তদন্তেও উঠে এসেছিল আগুন দেওয়ার আগে মানুষগুলোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় গ্রামের কেউ কেউ লুকিয়ে সেই দৃশ্য দেখেছিল। গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়াদের অনেকেই সে কথা আগেই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিল।
এদিন সিবিআই অফিসাররা রামপুরহাট হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। তাদের বয়ান রেকর্ডও করেন। গণহত্যার ঘটনায় ধৃত আনারুল সহ ২১ জনকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। তাদেরকে সিবিআই-র অস্থায়ী ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এমনটাই সূত্রের খবর।
No comments:
Post a Comment