নিজস্ব প্রতিনিধিঃ আমতায় মন্ত্রী ফিরহাদ হাকিমকে ঢুকতে দেওয়া হয়নি। নিহত ছাত্র নেতা আনিসের গ্রামে মন্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এবার বাংলা থেকে তৃণমূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার সময় এসেছে। রবিবার ন্যায় যাত্রায় পা মিলিয়ে চাঁচাছোলা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এদিন হাওড়ার কদমতলা বাজার থেকে কলকাতা বড়বাজার পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে ন্যায় যাত্রায় পা মেলালেন অধীর রঞ্জন চৌধুরী। পদযাত্রা থেকে আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান খুনে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কাঁদুর খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়। এছাড়া রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার সঠিক তদন্তের দাবিতে সোচ্চার হয় কংগ্রেস কর্মীরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আনিস খুনে পুলিশই জড়িত। খুনীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল সরকার। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তাঁর বক্তব্য, মোদি-দিদি মিলে মানুষের ওপর ডাকাতি করছে। সংসদে ও সংসদের বাইরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসের প্রতিবাদ জারি থাকবে বলেও তিনি জানান।
No comments:
Post a Comment