নিজস্ব প্রতিনিধিঃ বগটুই-এ অস্থায়ী ক্যাম্প করতে চলেছে সিবিআই। গণহত্যা কান্ডের তদন্ত দ্রুততার সঙ্গে চালাতে গেলে কলকাতা থেকে নিয়ম করে বীরভূমের রামপুরহাটে এসে তদন্তে যথেষ্ট সময় নষ্ট হবে। সেই বিষয়টি মাথায় রেখে সিবিআই রামপুরহাটের কোনো একটি গেষ্ট হাউজকেই ক্যাম্প অফিস বানাবে এমনটাই সূত্র মারফত জানা গেছে।
ইতিমধ্যেই সিবিআই-এর ৩০ জনের একটি দল ঘটনাস্থলে পৌছে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। শনিবার তিনটি দলে ভাগ হয়ে তাঁরা গোটা বগটুই গ্রামে একটি পর একটি পোড়া বাড়িতে যায়। আগে থেকেই সেন্ট্রাল ফরেনসিক দল (CFSL) সেখানে নমুনা সংগ্রহ করছিল। পর পর দুদিন তারা নমুনা সংগ্রহ করে।
এদিন থ্রী ডি স্ক্যানিং ক্যামেরা বসিয়ে পোড়া বাড়িগুলি ও ধ্বংসস্তূপের বিবরণ সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। কিভাবে আগুন লাগানো হয়েছিল, দাহ্য বস্তু কি ছিল এসবের নথি তৈরিতে এই ক্যামেরা অত্যাধুনিক। ফলে তদন্তের খুঁটিনাটি বিষয়ে বার বার ঘটনাস্থলে ছুটে আসতে হবে না তদন্তকারীদের।
সকালে সিবিআই অফিসাররা রামপুরহাট থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ করেন। পুলিশের হাতে ধৃত তৃনমূল নেতা আনারুল সহ ২০ জনকে নিজেদের হেফাজতে নিতে তাঁরা আবেদনও করেন। মূলত এই অস্থায়ী ক্যাম্প অফিসে রেখেই অভিযুক্তদের জেরা চালাবে সিবিআই।
সূত্রের খবর, থানার লকাপে রেখে ধৃতদের জিজ্ঞাসাবাদে তদন্তে বাঁধা সৃষ্টি হতে পারে। কেননা সেখানে তাদের ওপর রাজ্য পুলিশের একটা চাপ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে হাইকোর্ট ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। হাতে অল্প দিন সময়। এরই মধ্যে দ্রুত তদন্ত পক্রিয়া চালিয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
No comments:
Post a Comment