নিজস্ব প্রতিনিধিঃ রামপুরহাট গণহত্যা কান্ডে সিট-এর উপর আস্থা রাখতে পারল না হাইকোর্ট। অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল। আগামী ৭ ই এপ্রিলের মধ্যে সিবিআইকে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। কার্যত রাজ্য সরকারকে সিট গঠন নিয়ে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে হাইকোর্টে।
নন্দীগ্রামের পর এই প্রথম রাজ্যে এরকম একটি নৃশংস হত্যালীলার ঘটনায় আদালত স্বতঃপ্রনোদিত হয়ে মামলা করেছিল। বৃহস্পতিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল। শুক্রবার আদালতের শুরুতেই প্রধান বিচারপতি এই নারকীয় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল। সেই সঙ্গে জানিয়ে দিল রাজ্য সরকারের গঠিত সিট তদন্ত পক্রিয়া থেকে সরে যাবে।
বগটুই-র নিহতদের পরিবার সহ গ্রামবাসীরা প্রথম থেকেই রাজ্য পুলিশের ওপর ভরসা হারিয়েছিল। তারা পুলিশ দিয়ে তদন্তের বিরোধীতা করেছিল। কেননা ঘটনার রাতে পুলিশ দাঁড়িয়ে থেকে হত্যালীলায় মদত দিয়েছে এই অভিযোগে মৃতের আত্মীয়রা সরব হয়েছিল। সিবিআই তদন্তে বগটুই-র গ্রামবাসীরা কিছুটা আস্বস্ত হল।
No comments:
Post a Comment