Tuesday, March 22, 2022

রামপুরহাটে গনহত্যা, বগটুই গ্রামে আগুনে পুড়িয়ে মারা হল ১০ জনকে


নিজস্ব প্রতিনিধিঃ ফের বাংলায় গনহত্যা। বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে ১০ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রামের একটি বাড়ি থেকেই ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে দমকল। আশংকা মৃতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। এই ঘটনা ঘিরে উত্তাল গোটা রাজ্য। 

একটি খুনের বদলা নিতে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এমনটাই গ্রামবাসীদের অভিযোগ। সকালে রামপুরহাটের এস ডি পি ও কে সরিয়ে দেওয়া হয়। সঙ্গে রামপুরহাট থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।

সোমবার বগটুই গ্রামে খুন হন পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। এরপরই রাতে ওই গ্রামে তান্ডব চালায় দুষ্কৃতীরা। রাতভর গ্রামে বোমাবাজি চালিয়ে অন্তত ১৫ টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভোরের আলো ফুটতেই রামপুরহাটের নৃশংস হত্যালীলার ছবি বেরিয়ে আসে। ভয়ে, আতঙ্কে মুখ বুজে গোটা গ্রাম। বহু বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। 

ঘটনার পরপরই পুলিশ, প্রশাসন ও তৃনমূলের নেতাদের গরমিলের বক্তব্য জোরালো ভাবে সামনে এসেছে। এই বর্বর গনহত্যা সংগঠিত হয়েছে যে জেলায় সেটি বীরভূমের তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের খাস তালুক। ঘটনার পর তাঁর বক্তব্য ছিল, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। 

এদিকে কলকাতায় বসে রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক সম্মেলন করে আগে ভাগেই জানিয়ে দেন, আগুন লাগার ঘটনায় রাজনীতির যোগ নেই। ঠিক তার পরেই ঘটনাস্থলে দাঁড়িয়ে সিট-র প্রতিনিধি জানিয়ে দেন, আগুন লাগানো হয়েছে। মুহুর্তে মুহুর্তে প্রশাসনের বয়ানে অসঙ্গতি। আর এ থেকেই রাজ্যে আইনের শাসন নিয়ে বার বার বিরোধীদের তোলা অভিযোগ মান্যতা পেয়ে গেল।

No comments:

Post a Comment