মৃত যুবক মহম্মদ আরবান। বাঁশ বাগান এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে দাবি, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে৷ গত রবিবার ঠিক পাশেই ৮ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হন। এক সপ্তাহের মধ্যেই আবারো খুনের ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।
স্থানীয় সূত্রে খবর, মৃতের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। গত ১৫ দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। যদিও নয়াবস্তির ওরকম ঘিঞ্জি এলাকায় নিয়ে গিয়ে কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করল তার তদন্তে নেমেছে পুলিশ।
No comments:
Post a Comment