Thursday, March 17, 2022

অর্জুন গড়ে বিরোধী শূন্য পুরবোর্ড গঠনে অতিথি ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধী শূন্য পুরবোর্ড গঠনের শপথ অনুষ্ঠানে অতিথি ১৪৪ ধারা। তাও আবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের গড়ে। সাধারণ মানুষের বিন্দুমাত্র উৎসাহ ছিল না। শুধুমাত্র ক্ষমতাকে ঘিরে করে কম্মে খাওয়াদের হিসেবে কষে দেখনদারি ছিল পুরসভাগুলির চত্বর জুড়ে। 

বৃহস্পতিবার সকাল থেকে উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, হালিসহর, কাঁচরাপাড় পুরসভা পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই নাকি ১৪৪ ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে। বেলা ১১ টা বাজতেই একে একে বীজপুর থেকে নোয়াপাড়া বিধানসভার সব কটি পুরসভার নির্বাচিত কাউন্সিলররা শপথ অনুষ্ঠানে অংশ নেন। তারপরেই পুরপ্রধানদের  নাম ঘোষণা করা হয়। 

কাঁচরাড়ার পুরপ্রধান হলেন কমল অধিকারী। শিকে ছিঁড়ল না মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। হালিশহরে রাজু সাহানি, নৈহাটিতে অশোক চ্যাটার্জী, উত্তর ব্যারাকপুর পুরসভায় মলয় ঘোষ, গারুলিয়ায় রমেন দাস এবং বহু চর্চিত ভাটপাড়া পুরসভায় রেবা রাহাকে পুরপ্রধান পদে দায়িত্ব দেওয়া হল।
 
যদিও হালিশহর ও নৈহাটি বাদে বাকি পুরসভায় উপ পুরপ্রধানদের নাম ঘোষণা ঝুলে রইল। এভাবে পুরসভার জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শিল্পাঞ্চলের বাসিন্দারা কোনো কালেই দেখেনি। বহু পৌর কর্মচারীকে আড়ালে বলতে শোনা গেল, বিরোধী হটিয়ে অতিথি পুলিশই।

No comments:

Post a Comment