অর্জুন সিং তৃনমূলে থাকাকালীন তিনি ভাটপাড়ার কার্যকরী সভাপতি ছিলেন। তারপর অর্জুন সিং গেরুয়া শিবিরে যোগ দিলে সদলবলে অম্বর বাবুও ওই দলে যোগ দেন। অভিযোগ, যোগ্য সম্মানের প্রলোভন দেখিয়ে তাকে ঘাসফুলে টানা হয়েছিল। কিন্তু ঘাসফুলে যোগ দেবার পর হতাশ হতে হয়েছিল এক্সাইড কারখানার প্রাক্তন উচ্চপদস্থ এই কর্তাকে। একটি মাত্র ওয়ার্ডের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছিল।
সূত্র বলছে,এবারের পুরভোটে টিকিট পাবার আশা করেছিলেন বর্ষীয়ান এই ঘাসফুল নেতা। অবশেষে নিরাশ হয়ে সোমবার সকালে হাজির হয়েছিলেন সাংসদ অর্জুন সিংয়ের মজদুর ভবনে। এই খবর চাউর হতেই নড়েচড়ে বসেন তৃণমূল নেতারা।
সূত্রের দাবি, ওইদিন সন্ধেতে সটান অম্বর বাবুর বাড়িতে হাজির হলেন জেলা সভাপতি, ভাটপাড়া টাউন সভাপতি-সহ একঝাঁক নেতৃত্ব। তাকে দীর্ঘক্ষন বুঝিয়ে নয়া পদ দেবার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, অম্বর বাবুকে ভাটপাড়ার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক করা হচ্ছে। নয়া পুরস্কারে কি খুশি ঘাসফুলের এই দুর্দিনের সৈনিক ? তা নিয়েই জোর চর্চা চলছে ভাটপাড়া জুড়ে।
No comments:
Post a Comment