Monday, February 14, 2022

ভোট লুটের খেলায় ফের সচল পুরসভা

চিত্ত ওঝাঃ চার পুরসভায় শাসকের জয়। কেমন লাগছে ? টিভির পর্দায় বিঞ্জাপনের ট্যাগ লাইনটা নিশ্চই মনে পড়ছে। উফ অসাধারণ। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ, সিউড়ি, বোলপুর পুরসভা দখল। এ যেন বাংলার গর্ব। ভোট কারা দিল, কতজন দিতে পারল না এটা ধৃতরাষ্ট্র নির্বাচন কমিশন বুঝেও কিছু করার নেই। 

এই ছবি অবশ্য নতুন নয়। বাম জমানার শেষ দশক থেকে ধারাবাহিকতা বজায় রয়েছে। বাংলা ভোট লুটের সংস্কৃতি থেকে আজও বেরতে পারল না। 

শিলিগুড়ি পুরসভাকে বাদ দিলে বাকি আসানসোল, বিধাননগর, চন্দননগর পুরনিগমের নির্বাচনে গা জোয়ারি ভোটের অভিযোগ বার বার উঠেছে। টিভির পর্দায় ভুয়ো ভোটার থেকে মৃত ব্যক্তির ভোট দেওয়ার ঘটনাও ধরা পড়েছে। এরপরও চিরাচরিত ধর্মবানি শান্তিপূর্ণ ভোট হয়েছে। 

শিরদাঁড়া নিয়ে চলা সমাজের বড় অংশ মানুষের দাবি, বাঙালির সুশীল সমাজ এসবে আগ্রহ দেখায় না। ওদের নজর অন্য রাজ্য গোল্লায় গেল কি না। কেননা অন্যের খুঁত বড় আকার করে তোলাটাই ওদের কাজ। আসলে এঁটোকাটা খেয়ে বাম আমল থেকেই ওঁরা মানুষ হয়েছে। 

এখানে ও বাংলার বাইরে ক্ষীন স্বরের বহু মানুষ এই ভোট সংস্কৃতি নিয়ে বহু দিন যাবত বিদ্রুপ করে আসছে। তাদের আক্ষেপ, কয়েক দশকে কলকারখানা লাটে তুলে দিয়ে 'ভোট লুট' শিল্পেই বাঙালি প্রজন্ম নিমজ্জিত। রাজনীতি সর্বস্ব জাতিটা দিন-রাত বিহার, উত্তর প্রদেশের সঙ্গে তুলনা টানতে টানতে ওদের অতীতের অন্ধকারকেই আঁকড়ে ধরল।

No comments:

Post a Comment