Wednesday, February 23, 2022

বিজেপি প্রার্থীকে মারধর করে পাঁজর ভেঙে দিল দুষ্কৃতীরা কাঁচরাপাড়ায়


নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি প্রার্থীকে মেরে বুকের পাঁজর ভেঙে দেওয়ার অভিযোগ বীজপুরের কাঁচরাপাড়ায়। আক্রান্ত বিজেপি প্রার্থী সজল কর্মকার। তিনি কাঁচরাপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অভিযোগ, রাতে তাঁকে তৃনমূলের নেপা চন্দন দলবল নিয়ে পুলিশের সামনেই মারধর করে। আহত অবস্থায় তাঁকে কল্যানীর জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। এক্সরে করার পর তাঁর বুকের বাম দিকের পাঁজরের দুটি হাড় ভেঙেছে বলে দলীয় তরফে জানানো হয়েছে। 

আক্রান্ত বিজেপি প্রার্থী থানায় শিবু চাকলা, কালিদাস প্রামাণিক সহ চন্দন ভৌমিক ওরফে নেপা চন্দন-র নামে অভিযোগ দায়ের করেছেন। যদিও ঘটনা নিয়ে তৃনমূল অভিযোগ অস্বীকার করেছে।

No comments:

Post a Comment