Friday, February 25, 2022

প্রয়াত সিপিএম প্রার্থী ভাটপাড়ায়

নিজস্ব প্রতিনিধিঃ পুরভোটে প্রতিদ্বন্দ্বী এক বাম প্রার্থীর মৃত্যু হল ভাটপাড়ায়। এর ফলে অনিশ্চিত হয়ে পড়ল ওয়ার্ডের ভোট প্রক্রিয়া। 

ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ছিলেন বাবলি দে। বয়স আনুমানিক ৬৬ বছর। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাটপাড়ার গৌর মোহন রায় লেনের বাসিন্দা ছিলেন। 

তিনি গত ২৩ ফেব্রুয়ারি মানিকপীর বাজার লাগোয়া কুশ বিদ্যালয়ের কাছে পথ সভায় বক্তব্য রাখেন। সেখানেই অসুস্থ বোধ করায় তাঁকে ভাটপাড়া ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেরিব্রাল আক্রান্ত হওয়ায় সেখানে থেকে কলকাতার ইনষ্টিটিউট অব নিউরো সায়েন্স এ ভর্তি করা হয়। 

দীর্ঘ বছর যাবৎ তিনি শ্রমিক সংগঠন সি আই টি ইউ'র সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন। এই শিল্পাঞ্চলে জুট মিল শ্রমিকদের বিভিন্ন আন্দোলনে তিনি সর্বদা পাশে থেকে কাজ করে গেছেন।

No comments:

Post a Comment