Monday, February 7, 2022

তৃণমূলের সঙ্গে টক্কর দিতে ভাটপাড়ায় লড়াকুদের প্রার্থী করছে বিজেপি


বিল্টু কাশ্যপঃ তৃণমূলের সঙ্গে সমানে টক্কর দিতে ভাটপাড়ায় লড়াকুদের প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির। সূত্র অনুযায়ী, ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী আইনজীবী রাকেশ সিং, ২ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রর সিং, ৩ নম্বর ওয়ার্ডে স্মৃতি দাস, ৪ নম্বর ওয়ার্ডে সৃজিতা ভট্টাচার্য, ৫ নম্বর ওয়ার্ডে শুভজিৎ পাল, ৬ নম্বর ওয়ার্ডে পম্পা দেব, ১০ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী প্ৰদ্যুত ঘোষ। প্রার্থী হবার দৌঁড়ে আছেন যুব নেতা দীপঙ্কর ভট্টাচার্য‌। 

ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডে ইন্দ্রানী মুখার্জি তেওয়ারী, ১৬ নম্বর ওয়ার্ডে অশোক সাউ, ১৭ নম্বর ওয়ার্ডে পাপ্পু সিং, ১৯ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডে সদ্য তৃণমূল থেকে গেরুয়া দলে যোগ দেওয়া সঞ্জয় সিং ও  সুপ্রিয় বিশ্বাস ওরফে নীল, ২৩ নম্বর ওয়ার্ডে সায়ন্তন স্যানালের পাশাপাশি দৌঁড়ে আরও দু-একজন আছেন। 

২৪ নম্বরে দেবজ্যোতি গাঙ্গুলি কিংবা সাধন দাস, ২৫ নম্বরে কৃষ্ণা গুহ, ২৬ নম্বরে প্রাক্তন সেনা কর্মী সমীর সিংহ রায়, ২৭ নম্বরে দোলা শীল, ২৮ নম্বরে শহীদ পরিবারের সুমিত্রা মন্ডল, ২৯ নম্বর ওয়ার্ডে সুতপা মন্ডল, প্রার্থী হবার ইঁদুর দৌঁড়ে রয়েছেন সুজয় সরকার। তাছাড়া মতুয়া অধ্যুষিত ৩০ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী সমীর দত্ত, দৌঁড়ে রবিন বিশ্বাস। ৩১ নম্বর ওয়ার্ডে নিত্য গোপালের স্ত্রী, ৩৩ নম্বর ওয়ার্ডে অয়ন ব্যানার্জি, ৩৪ নম্বর ওয়ার্ডে সীমা বিশ্বাস ও ৩৫ নম্বর ওয়ার্ডে সুনীল দাস। 

সূত্র অনুযায়ী প্রাপ্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দু-তিনটি ওয়ার্ডে পরিবর্তনের সম্ভবনা রয়েছে। তবে এবারে ভাটপাড়ায় জোর লড়াই হতে চলেছে শাসকদল ও গেরুয়া শিবিরের মধ্যে। সূত্র বলছে, ভাটপাড়ায় শাসকদলকে বিজেপি এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

 সেইকারনে লড়াকু মনোভাবাপন্নদের প্রার্থী তালিকায় ঠাঁই দেওয়া হচ্ছে।  তবে তৃণমূলের তীব্র গোষ্ঠী কাজিয়া নির্বাচনে কতটা গেরুয়া শিবির কাজে লাগাতে পারে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

No comments:

Post a Comment