বিল্টু কাশ্যপঃ আজ রাতের মধ্যে রাজ্য দপ্তর থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হবার সম্ভাবনা প্রবল। সমানে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে গারুলিয়ায় প্রার্থী তালিকা প্রস্তুত করেছে গেরুয়া শিবির। ২১ ওয়ার্ড বিশিষ্ট গারুলিয়ায় প্রবীণ, নবীন ও প্রমীলা মিশেলে প্রার্থী তালিকা তৈরি হয়েছে।
সম্ভাব্য তালিকায় উঠে আসছে ১ নম্বর ওয়ার্ডে ওষুধ ব্যবসায়ী সুজিত চ্যাটার্জির নাম। ৫ নম্বরে শীলা চৌধুরী, ৬ নম্বরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রঞ্জিত রায় ওরফে পল্টু, ৮ নম্বরে পুষ্পা দেবী, ১০ নম্বরে মহেশ চৌধুরী, ১১ নম্বরে দীপা সিং, ১২ নম্বরে আদিত্য সিং, ১৫ নম্বরে শিখা চৌধুরী, ১৬ নম্বরে ভোলা সাউ, ১৭ নম্বরে সুনীল সিং, ১৮ নম্বরে বিনা চৌধুরী, ২০ নম্বরে শঙ্কর বাবু, ২১ নম্বরে কুন্দন সিং।
সূত্র বলছে, বাকি ওয়ার্ডগুলো নিয়ে শেষ মুহূর্তের বাছাই পর্ব চলছে। তবে গারুলিয়ায় সবার নজর থাকবে ২১ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডের দিকে। ২১ নম্বরে কাকা ও ভাইপোর মধ্যে লড়াইয়ের সম্ভবনা প্রবল। ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সঞ্জয় সিং। তার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী কুন্দন সিং সঞ্জয় বাবুর নিজের ভাইপো।
অন্যদিকে ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পঙ্কজ দাস। তিনি গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি। তার বিরুদ্ধে লড়াই করতে দেখা যেতে পারে যুব নেতা আদিত্য সিং-কে। সবমিলিয়ে এবারে জোর লড়াই হবার সম্ভাবনা গারুলিয়ায়।
No comments:
Post a Comment