বিল্টু কাশ্যপঃ পুরভোটের মুখে বড়সড় ভাঙন হতে চলেছে জগদ্দল-ভাটপাড়ায়। আজ তৃণমূলের বেশ কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী সহ বড় মাপের নেতা সদলবলে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা।
সূত্র বলছে, করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে সেবায় অগ্রণী ভূমিকা নেওয়া শাসকদলের এমন অনেক নেতা এবারে টিকিট থেকে বঞ্চিত। তারা জেলা নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে ঘাসফুল ছেড়ে বিজেপির পতাকার তলে আসতে চলেছেন। ইতিমধ্যেই সাংসদের সঙ্গে কথাবার্তা চুড়ান্ত ঘাসফুলের একঝাঁক নেতার, এমনটাই সূত্রে খবর।
যদিও ভাটপাড়ার এক তৃণমূল নেতা বিক্ষুব্ধদের বুঝিয়ে আটকে রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন। দুপুর পর্যন্ত বিক্ষুব্ধদের কাছ থেকে ওই নেতা সময় চেয়ে নিয়েছেন। কিন্তু আদৌ উনি একজন কিংবা দুজনকে টিকিট পাইয়ে দিতে পারবেন বলে যথেষ্ট সন্দেহ আছে।
তবে সত্যিই যদি ভাঙন ধরে, তাহলে ভোটের মুখে চরম অস্বস্তিতে পড়বে শাসকদল।
No comments:
Post a Comment