বিল্টু কাশ্যপঃ আসন কব্জায় রাখতে গারুলিয়ায় নিজেদের মধ্যেই সমঝোতা করে নিয়েছে শাসকদল তৃণমূল। স্বভাবতই, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গারুলিয়ায় গোষ্ঠী কোন্দল তেমনভাবে মাথাচাড়া দেয়নি। সূত্র বলছে, কয়েকটি ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠী কাজিয়া তুঙ্গে।
নির্ভরযোগ্য সূত্র অনুয়ারী, গারুলিয়ায় সম্ভাব্য প্রার্থী তালিকায় পুরাতনদের প্রাধান্যই বেশি। ১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনন্যা সাহা ফের প্রার্থী হতে চলেছেন। দৌড়ঝাঁপ করেছেন তরুণ তুর্কি নেতা শুভরঞ্জন সিং। অনন্যা দেবীর স্বামী সমীরেন্দ্র কৃষ্ণ সাহার সঙ্গে গারুলিয়ার তৃণমূল সভাপতি গৌতম দত্তের কাজিয়া কানপাতলেই শোনা যায়। ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস থেকে যোগ দেওয়া লব পালের স্ত্রী টিকিট পাবার ক্ষেত্রে এগিয়ে। ৩ নম্বর ওয়ার্ডে কো-অর্ডিনেটর পার্থ দত্ত কিংবা গৌতম দত্ত। সম্পর্কে এঁরা দুই ভাই। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাপস বিশ্বাসও দাবিদার। ৪ নম্বর ওয়ার্ডে পূর্ত দপ্তরের অধিকারিকের স্ত্রী কিংবা অনিন্দিতা বোস প্রার্থী হতে পারেন।
গৌতম বোস ওরফে বাবু ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী। ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী সুব্রত মুখার্জি। যিনি প্রাক্তন উপ-পুরপ্রধান। যদিও প্রার্থী হবার দৌঁড়ে আছেন যুব নেতা সুদীপ রায়ও। ৭ নম্বর ওয়ার্ডে কো-অর্ডিনেটর সফিয়া খাতুন। ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাজিয়া তুঙ্গে। যুব নেতা হামিদ আনসারি ও প্রাক্তন কাউন্সিলর মুকসুদ হাসানের নাম নিয়ে জোর চর্চা চলছে। ১১ নম্বরে একদা বামপন্থী গণেশ সেনের স্ত্রী চৈতালি সেন প্রার্থী হবার দৌঁড়ে অনেকটাই এগিয়ে। এই ওয়ার্ডে আরও একজনের নাম উঠে আসছে।
রবি সাহা ১৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী এবং ১২ নম্বর ওয়ার্ড থেকে সম্ভবত লড়বেন পঙ্কজ দাস। পঙ্কজ বাবু দলের দুর্দিনের সৈনিকও বটে। ১৪ নম্বর ওয়ার্ডে নতুন মুখ হিসেবে ঝুমা হালদারের নাম শোনা গেলেও, দাবিদার আরও এক নতুন মুখ। ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী যথাক্রমে অসীম বর্মন ও অশোক সিং। ১৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী প্রাক্তন পুরপ্রধান সঞ্জয় সিংয়ের স্ত্রী সন্ধ্যা সিং ও ২০ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী পুর প্রশাসক রমেন দাস।
প্রাক্তন পুরপ্রধান সঞ্জয় সিং ২১ নম্বর ওয়ার্ড থেকে লড়তে চলেছেন। সূত্র বলছে, তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠ দু-তিনটি ওয়ার্ডে প্রার্থীপদের ক্ষেত্রে জোরালো দাবি করছে। আসন জিততে নিজেরা সমঝোতা করে নিলেও, নির্বাচনে চাপা কোন্দল কতটা প্রভাব ফেলবে। সেইদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
No comments:
Post a Comment