Wednesday, February 2, 2022

ভাটপাড়ায় পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে ধোঁয়াশায় তৃণমূলের দাবিদাররা


বিল্টু কাশ্যপঃ ভাটপাড়ায় প্রার্থী তালিকা নিয়ে ধোঁয়াশায় অধিকাংশ দাবিদাররা। চরম গোষ্ঠী কোন্দলের মধ্য দিয়ে কার ভাগ্যে শিকে ছেড়ে, সেদিকেই তাকিয়ে ভাটপাড়ার শাসকদল। দু-একদিনের মধ্যেই পুরসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা হবার সম্ভবনা প্রবল। তারপরই সম্ভবত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হবে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষিত হবার আগেই তৃণমূলের গোষ্ঠী কাজিয়া প্রকাশ্যে। মঙ্গলবার ১০ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় একদল জুনিয়র সমর্থক। 


বিক্ষোভকারীদের অভিযোগ, সম্ভাব্য প্রার্থী হিসেবে কানাঘুষো চলছে তিনমাস আগে বিজেপি থেকে তৃণমূলে আগন্তুককে। যেটা মন থেকে মেনে নিতে পারছেন না আদি তৃণমূলীরা। সূত্র বলছে, তরুণ বিগ্রেডের রাজ বিশ্বাসের প্রার্থী হবার সম্ভাবনা প্রবল। প্রার্থী হবার দৌঁড়ে আছেন প্রিয়াঙ্কু পান্ডে ও মনোজ গুহর নাম। সুবক্তা ও বর্তমান কো-অর্ডিনেটর মনোজ গুহ। তবে সেবামূলক কাজের ক্ষেত্রে সুনাম রয়েছে প্রিয়াঙ্কুর। 


নির্ভরযোগ্য সূত্র বলছে, ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে পারেন দেবজ্যোতি ঘোষ ওরফে টিঙ্কু। ওই ওয়ার্ডে ভোটারের সংখ্যা খুব একটা বেশি নয়। ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হবার সম্ভাবনা বর্তমান পুর প্রশাসক গোপাল রাউতের। ৩ নম্বর ওয়ার্ডে নাম উঠে আসছে অধ্যাপিকা স্বাগতা লক্ষ্মীর। দৌঁড়ে আছেন কনকলতা দাস। কনকলতা দেবী কো-অর্ডিনেটর মোহন দাসের জেঠতুতো বৌদি। ৫ নম্বর ওয়ার্ডে নাম শোনা যাচ্ছে মোহন দাসের। ৬ নম্বর ওয়ার্ডে মিলি দত্ত ও ৭ নম্বরে অমিত গুপ্তার নাম শোনা যাচ্ছে। যদিও ৭ নম্বর ওয়ার্ডে তরুণ বিগ্রেডের রাজা দাসও প্রার্থী হতে চাইছেন। 


৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কো-অর্ডিনেটর জ্যোতি সাউয়ের প্রার্থী হবার সম্ভাবনা প্রবল। প্রার্থী হবার লড়াইতে আছেন প্রয়াত নেতা ধরমপাল গুপ্তার স্ত্রীও। তবে ১১ নম্বর ওয়ার্ড নিয়ে কাজিয়া তুঙ্গে শাসকদলে। ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর সোহন প্রসাদ চৌধুরীর নামের পাশাপাশি কানাঘুষো চলছে মন্নু সাউ ও তরুণ সাউয়ের নাম। ১৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হবার সম্ভবনা রয়েছে শর্বরী চৌধুরীর। শর্বরীর পিতা জীবন চৌধুরী ক্রীড়াপ্রেমী। বামজমনায় একবার জোড়া পায়রা প্রতীকে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। ওই ওয়ার্ডের বর্তমান কো-অর্ডিনেটর সীমা মন্ডলের নাম নিয়ে চর্চা চলছে। ১৯ নম্বর ওয়ার্ডে বান্টি দাসকে চাইছেন দলের একাংশ। ওই ওয়ার্ডের আরেক দাবিদার সঞ্জয় সিং।


 ২৪ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী হচ্ছেন ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর হিমাংশু সরকার। ২৫ নম্বর ওয়ার্ডে অদিতি সরকার দৌঁড়ে এগিয়ে আছেন। ২৬ নম্বর ওয়ার্ডে বাগ্মী নেতা হিসেবে পরিচিত অরুন ব্রহ্মের প্রার্থী হবার সম্ভাবনা প্রবল। যদিও জোর কদমে প্রার্থী হবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রতন ধর। ২৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার ও ২৮ নম্বর ওয়ার্ডে ঝর্ণা মিস্ত্রি প্রার্থী হতে পারেন। যদিও ভোট পরবর্তী হিংসায় নিহত শোভারানী মন্ডল। সেই খুনের ঘটনায় ঝর্ণা দেবীর নামে হুলিয়া জারি করেছে সিবিআই। 


মতুয়া অধ্যুষিত ৩০ নম্বর ওয়ার্ডে সমর পাঠক এগিয়ে। দৌঁড়ে আছেন স্বচ্ছ ইমেজের রাজু চৌধুরী। ৩১ নম্বরের সম্ভাব্য প্রার্থী উপ-পুর প্রশাসক দেবপ্রসাদ সরকার। ৩২ নম্বর ওয়ার্ডে কল্পনা লাহেরি ও ৩৪ নম্বর ওয়ার্ডে সীমা ঘোষ। ৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থীপদ নিয়ে তুমুল কাজিয়া চলছে। ওই ওয়ার্ডের বর্তমান কো-অর্ডিনেটর প্রার্থী হবার জোরালো দাবিদার। সূত্র বলছে, দল অন্য কাউকে ওই ওয়ার্ডে প্রার্থী করতে চাইছে। তবে ৩৫ নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ইমেজের তাপস বিশ্বাসের নাম নিয়েও জোর চর্চা চলছে। ওই ওয়ার্ডে নাম ভাসছে বিমান বসু ও মনোজ গুহের নাম। 


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী তালিকা প্রকাশ হবার পরেই ভাটপাড়ায় শাসকদলের অন্দরে বিদ্রোহ দানা বাঁধবে। প্রার্থীপদ থেকে বাদ পরা নেতারা গেরুয়া শিবিরে ভিড়তে চাইলে, তারা আদৌ টিকিট পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে পুর নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে ভাটপাড়া।

No comments:

Post a Comment