Sunday, January 30, 2022

তৃণমূলে ফিরেছে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি, কাঁচরাপাড়ায় কর্মীরা গিরগিটি বলেই জানত


নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে পুরনো দল তৃনমূল কংগ্রেসে ফিরলেন মুকুল ঘনিষ্ঠ কাঁচরাপাড়ার জোনপুরের অতীন্দ্র নাথ ভৌমিক। বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি  বিজেপির কাঁচরাপাড়া মন্ডল-১ সভাপতি ছিলেন। পরবর্তীতে মন্ডল কমিটি ভেঙে দেওয়া হয়। 

২০১৭ সালে মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর তৎকালীন বিজেপি নেত্রী আলোরানি সরকারের হাত ধরে পদ্ম শিবিরে তিনি যোগদান করেন৷ রায় পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটিতে তিনি ঠাঁই পেয়ে যান। 

 ২০২০ সালে সেপ্টেম্বর মাসে তাঁকে মন্ডল সভাপতির করা হয়৷ সেসময় কর্মীদের একাংশ  তাঁর বিরুদ্ধে তৃনমূলের সাথে বোঝাপড়ার অভিযোগ তুলেছিল। মন্ডল সভাপতি থাকাকালিন বাড়ি সংলগ্ন জোনপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁকে অনেকেই দেখেছেন। 

এবিষয়ে বিজেপির কাঁচরাপাড়া মন্ডলের আহ্বায়ক শৌলেন্দ্র সিং বলেন, এই ব্যক্তি কারোর প্রিয় পাত্র ছিলেন৷ বিজেপিতে এসেছিলেন৷ অভিসন্ধি পূরণ না হওয়ায়  ফিরে গিয়েছেন৷ 

তিনি জানান, এই ধরনের অশুভ অভিসন্ধি নিয়ে যারা এখনো দলে আছেন তাঁরা ফিরে যান। না হলে উচ্চ নেতৃত্ব দল থেকে বহিষ্কার করার মত কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে৷ ইতিমধ্যেই রাজ্যস্তরে দুজন  নেতাকে বহিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছে দল৷

No comments:

Post a Comment