Monday, January 3, 2022

আজই ৭ টার বদলে রাত ১০ টায় শেষ লোকাল ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে বদল ঘটল রেলের সময়সূচি। যাত্রী সাধারণের হয়রানির কথা মাথায় রেখে আজ থেকেই সন্ধ্যা ৭ টার পরবির্তে রাত ১০ টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে।

রবিবার রাজ্য সরকার কড়া বিধিনিষেধ জারি করে জানিয়েছিল সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। এবং সন্ধ্যা ৭ টা পর্যন্ত ট্রেন চালানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। 

এরপরই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সপ্তাহের প্রথম কাজের দিনেই লোকাল ট্রেনে কড়া বিধিনিষেধের ছবি উধাও। ভীড়ে ঠাসাঠাসি যাত্রীদের ছবি ধরা পড়েছে। বিকাল ৫ টা পর হাওড়া-শিয়ালদা ষ্টেশন জনসমুদ্রের আকার নেয়। হাওড়া ষ্টেশনে যাত্রী বিক্ষোভ শুরু হয়। নিত্য যাত্রীদের ঘরে ফেরার তাড়া। 

সন্ধ্যা ৬ টার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় লোকাল ট্রেনের সময়সীমা বাড়িয়ে রাত ১০ টা করা হবে। সেই মত রেলও জানিয়ে দেয় তারা প্রস্তুত। নির্দেশের অপেক্ষায় থাকে। শেষে রেলের তরফে জানিয়ে দেওয়া হয় আজ থেকেই রাত ১০ টায় শেষ শেষ লোকাল ট্রেন চালানো হবে। 

No comments:

Post a Comment