প্রতিনিধিঃ করোনার চোখ রাঙানিতে ফের আংশিক লকডাউনের পথে যেতে হল রাজ্যকে। ৩ রা জানুয়ারি সোমবার থেকেই বিধি নিষেধ লাগু হচ্ছে। সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। লোকাল ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু থাকবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। সাতটার পর থেকে লোকাল ট্রেন বন্ধ থাকবে। মেট্রো রেলেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে। তবে দূর পাল্লার ট্রেন স্বাভাবিক থাকছে।
জিম, বিউটি পার্লার, সেলুন, বিনোদন পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ। চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকছে। সিনেমা হল, রেস্তোরায় ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবে। একই সঙ্গে বারও নিয়ম মেনে খোলা থাকছে। শপিংমল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশের ক্ষেত্রে থাকছে বিধিনিষেধ।
বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্রিটেন থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে আসা বিমান বন্ধ করে দেওয়া হল। সামাজিক অনুষ্ঠান করা যাবে। সেখানে ৫০ জনের বেশি জমায়েত নয়। শ্মশান যাত্রায় ২০ জনের বেশি নয়। তবে হোম ডেলিভারি চালু থাকছে।
দোকান- বাজার খোলা থাকছে। থাকছে কড়া নজরদারি। বাইরে মাস্ক ছাড়া বেরলেই পুলিশ ব্যবস্থা নেবে। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি হচ্ছে।
একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছিল ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ। হঠাৎই এভাবে বিধিনিষেধ আরোপ হওয়ায় দিশেহারা দিন আনা দিন খাওয়া মানুষরা। আগের টানা লকডাউনের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের বিধিনিষেধের কবলে বাংলা।
No comments:
Post a Comment